তোমার শহর ছেড়ে যাবার ইচ্ছেগুলো বড়
টালবাহানা দেখিয়ে রোজই হচ্ছে জড়সড়।
বুঝতে পারি এখানে রোদ তোমায় ছুঁয়ে ছুঁয়ে
মেঘের ওপর ভর করে জল পড়ছে যেন নুয়ে।
ভিজিয়ে দেবার এই বাসনায় একলা রাজি নই
তুমি ও এসো, না হয় আমি বাঁধাবো হইচই।
হুমকি দিলাম তোমার শহর আটকাতে পারবে না
বুঝতে যখন পারবে বেড়ে যাবে অনেক দেনা।