তোমায় আমি ডেকেছিলাম কবে
ঊনিশ কুড়ি একুশ বছর হবে!
দেখেছিলাম ক্লাসের আশেপাশে
অনেক ছবি ঝাঁপসা হয়ে আসে
ব‍্যস্ত দিনের বাংলা সেমিনার
সে বিষয়ে মনে যে নেই আর!
এতেই তোমার কত্ত মনোযোগ!
ইতস্তত এই তো আমার রোগ
তাই দাঁড়াতে একটু মুখোমুখি
হয়নি বলা বাংলা প্রিয় খুকি!
আবার খুঁজে জারুলতলার মোড়
এক ছাতাতে হবে কী আর জোড়?
আনমনা সেই রোদের ছায়া পেতে
ভাবছি আজও যেতে যেতে যেতে!