টুপটাপ ঝরা দেখে আকাশের ঘাম
কতবার চেয়ে চেয়ে দেখি অবিরাম।
তবু এর উৎসটা খুঁজে খুঁজে শেষে
টুপটাপ এই সুর ফেলি ভালবেসে।
এক ঘুম দুই ঘুম, শেষে চুপিচুপি,  
দেখি কবে নিভে গেছে চাঁদের কুপি।
কিছু ভয় সংশয় আনে ঝরা পাতা,
ভেবে মরি প্রয়োজন বড় এক ছাতা।
মেলে ধরে কুয়াশায় যত মায়াজাল
পদ‍্যের ঝাঁপি খুলি আমি আজকাল।
ছন্দের ঘরদোর ভিজে টুপটাপ,
দেখে শুধু ভাল লাগে বসে চুপচাপ।