প্রত্যাশিত একটা সুন্দর বিকেল কী আমায় দিবে
পদ্মার পাড়ে তোমার হাত ধরে হাঁটবো
শুনবো গাঙচিলের কথা, বলবো নিজের কথা
গোধুলীর আকাশ সাজাবো রক্তিম রঙে
সূর্যকে ঘুম পাড়িয়ে পদ্মার চরে জ্বালবো সন্ধ্যার আলো
খণ্ড খণ্ড মেঘগুলো জড়ো করবো মাথার উপর
জোছনার বৃষ্টিতে জ্বলে উঠবে পদ্মার পাড়
আমি আহ্বান জানাবো সেই বৃষ্টিতে ভেজার
তুমি ভূবন ভুলানো হাসি দিবে, বাতাসে উড়বে তোমার নীল শাড়ী
দূর থেকে ভেসে আসবে জংলী ফুলের সুবাস
আমি কামনার জ্বলন্ত কয়লায় পুড়বো
তুমি শান্তনা দিবে, বলবে অমন করোনা
আকাশটা দেখ, বিশাল তার হৃদয়, কী মায়াবী তার রুপ
ঐ যে দেখছ দুরের শুকতারা
ওটা ধরণীর কপালের টিপ, আড়ম্বরের প্রতীক
অদেখা এক মায়াবৃত্ত আমার ভেতর টাকে নাড়া দিবে
আমি ভায়োলিনে সুর তুলবো
মনে মন মিলিয়ে বুঝব ভালোবাসার গভীরতা কত
অপেক্ষায় থেকো
কারন তুমি আমার সবটা জুড়ে আছ।


রচনাকাল
তারিখ: ১৮.০৭.২০