মনের আকাশে কে যেন উড়ায় ঘুড়ি
তার সুতার টানে এলোমেলো আমি
সে যে কী মধুর টান কাব্যে তার শিরোনাম
নিষ্ফল নয় ভালোবেসে মিলে প্রতিদান।


জীবন জড়ায় জীবনের সাথে
মাঝে মাঝে গল্প হয় মাঝ রাতে
পড়ন্ত বিকেলে ঐ দূরে প্রজাপতির রাস উৎসবে
মায়ার আবেশ মিলে ঠোঁটে ঠোঁটে শান দিয়ে
কী নিষ্পাপ সৌন্দর্য তার হাসি মুখে।


মান-অভিমান যদি ভীড় করে দু'চোখে
আলিঙ্গনে জড়িয়ে নেয় বুকে
তৃপ্তির ঢেকুর তোলে শান্ত জলের নির্মেঘ বৃষ্টিতে ভিজে।


রচনাকাল
২৩.০৭.২০২০