অনেক দিন কথা হয়না
কারো সাথে দেখাও হয়না
ভালোবাসার মানুষগুলো বেশ দূরে
শরীর একদম ভালো যাচ্ছেনা
মনের খবরটা বলতে পারিনা
কেমন আছি তাও জানিনা
ফেসবুক থেকেও বিচ্ছিন্ন
বহুদিন গ্রুপে কোন পোস্ট দেই না
কেউ খোঁজ নেয় না
কেন খোঁজ নিবে ভেবে পাইনা
পাগল মনটা বুঝিয়ে বলে
আপন আপন ভাবিস যারে
কেউতো নয় আপন
এটাই পৃথিবীর নিয়ম
বর্তমান নিয়ে ব্যস্ত জীবন
শুন্য স্থানে নতুনের আগমন
আসা যাওয়ার খেলা
পৃথিবীর চিরাচরিত নিয়ম
মাঝে গড়ে ওঠে স্মৃতির পাহাড়
বোঝাপড়ার দমে দমে
অন্তর্ধানে হারায় সব, কী লাভ রেখে মনে
বহুদিন পর লিখতে বসলাম
সায় দিচ্ছে না কলম মনের মত করে  
ভাবনা গুলোও ঠেলে দিচ্ছে দূরে
আবোলতাবোল ঠেকছে
অগোছালো কথায় কাগজের পাতা যাচ্ছে ভরে
আক্ষেপ কেন জানি মনের কোনে?


রচনাকাল
০৯.০১.২১