আমি ফিরে এসেছি তোমার কাছে
ঠিক এভাবেই একদিন ফিরে গিয়েছি
তোমার দরজা থেকে
বসন্তের আদর মাখা ছোঁয়া কেউ আমায় দেয়নি
শরীরের আনাচে কানাচে বেড়ে ওঠা বিরহ
মুছে যাওয়া অতীতের গল্প হয়ে দাঁড়িয়ে গেছে আজ।
আমি প্রেমিক হতে পারি কেউ হয়তো ভাবেনি
নিজেকে প্রেমিক বানাবার আগ্রহ
বুকের গহীনে আদৌ জন্মায়নি।
আমি শত্রু হয়েছি বহু জনের
অথচ নিষিদ্ধ পথ কখনো আমায় ডাকেনি।
অশান্তির দুয়ারে দাঁড়িয়ে
কারো নরম হাতের স্পর্শ পাওয়ার অপেক্ষায় ছিলেম বহুকাল
অনুভূতি আগুন জ্বালিয়ে ছারখার করে দিয়েছিল
আমার মনের বাগান
কষ্টের ব্যথা তোমায় বলে বোঝাতে পারবোনা
সকল ভ্রান্তি আর নীরবতার সাথে আমার যুদ্ধ
পরিণতি কী হবে জানিনা
তবে অনুভবে বুঝি
পুরোনো সব ক্ষত পুড়ে গেছে
ভালোবাসারা এখনো জীবিত আছে
তাই ভাবছি বহুদিনের না বলা কথা আজ তোমায় বলবো
সব বাঁধন ছিঁড়ে আমি তোমার কাছে ফিরে এসেছি
যদি জিজ্ঞেস করো কেনো ফিরে এসেছো
হাজারো অনুযোগ ও অভিযোগের শেষে
শুধু এ কথাই বলবো-
আমি তোমায় ছেড়ে থাকতে পারবোনা।
ভালোবেসে ফিরে আসা যায়
নতুন করে সব শুরু করা যায়
তাই ফিরে আসতে হয়
ফিরে আসা যায়।
আমিও ফিরে এসেছি
নিজেকে গুছিয়ে রাখার মত আশ্রয়
কেবল তুমিই দিতে পারো
তোমার কাছেই ফিরে পাওয়া যায়
হারিয়ে যাওয়া আমাকে
তাই ফিরে আসতে হয়
ফিরে আসা যায়।


রচনাকাল
২৯.১১.২১