বেদনার বালুচরে
কষ্টের অনুরোধে
বানাবো একটি ঘর
সুখের অগোচরে
সে ঘরে যাব আমি
তোমায় করে পর!
স্মৃতির ভিতর ডুবে
ভীষণ নীরবে দেখবো
বিষাদের বিচিত্র আঁচল
অসমাপ্ত সুর খুঁজিবেনা তোমায়
বাতাসে কণ্ঠ ভাসায়ে মোর!
অসীম অন্ধকারে
অভিমানের খেয়া ঘাটে
বাজিবে শুধু
বিউগলের করুন সুর!


রচনাকাল
১২.১১.২০