পরানো প্রিয়া কাঁদেগো হিয়া
ভাসাতে দু'কুল জড়িয়ে ব্যথা
আমি নীরবে সয়ে সয়ে
শুনি ওগো বাঁশেরও বাঁশীর
বিরহ কথা।।


সেদিন অবেলায় খুঁজিতে তোমায়
বকুল তলায় বাতাস শুধায়
কেমন আছি কোথায় আছি
জানিতে তুমি চাওনি কথায়।।


ওগো প্রিয়া স্মরণ বেলায়
কেন তোমার পাষাণ হৃদয়
প্রেম কেন হায় এমন কাঁদায়
ধরায় নেশা শরাবও গিলায়।।


অকালে হারায় মুখে রও হাসি
জড়িয়ে গলায় প্রেমেরও ফাঁসি
ঘুম জড়ানো ডাগর আঁখি
শুনি ওগো বাঁশেরও বাঁশীর
বিরহ কথা।।


রচনাকাল
৩০.০৬.২০