সময় বদলে গেছে
পারিনি সামলাতে নিজেকে
কষ্টগুলো ভীষণ জেদী হয়েছে
বুকের গহীনে জমা পড়ে
বিষন্নতা বড্ড বেয়াড়া
নিরামিষ জীবনের সখা সেজে
কান্নার জল
উপচে উঠে উজানে
দোষারোপ তার
মুগ্ধতা নেই হৃদয়ের গহীনে
নানা রোগ ঘর বেঁধে আছে বয়সের শরীরে
সোনালী আদর যায় সরে দূরে
ভালোবাসার কারনগুলো নিয়ে মিছেমিছি উড়ে
উদাসী মন
ছুটে চলে দিগন্তের পানে
ভাবে আকাশের সাথে দেখা হবে
হয়না দেখা
তাই হৃদয় ভরা ব্যথা
ক্লান্ত হয়ে ফিরে ঘাড়ে কষ্টের বোঝা
চুপচাপ নীরবতা
লিখে অগণিত কথা
ভরে উঠে ডায়রির পাতা
কেউ প্রেমের আবীর মাখে
কেউ স্বপ্ন বাঁধে বুকে রাশি রাশি
কারো অমন বে-হিসাবি চাওয়া
বাধা পড়ে অবহেলার দেয়ালে
শুদ্ধতা বলে আমি নিরুপায়
ক্যানভাসে মাখি জল রং
সুখে নয়
আঁকি দুখের বিজ্ঞাপন
দেখি কষ্টের সুখ
কত নিলাম হয়?


রচনাকাল
২০.০২.২১