বলো শুনি
কেমন আছো তুমি?
হালচাল দেখে বুঝোনা
কতোটা স্বাধীন ভূমি!
এমন কর্কশ কেন তোমার ধ্বনি?
জানতে চাও, তাহলে বলি
কত নির্মম নিষ্ঠুর তুমি
কোথায় ছিলাম, কেমন ছিলাম
কেন সরে এলাম
একটি বারও কী খোঁজ নিয়েছো তুমি?
অথচ এসেই আবেগ দেখাচ্ছ!
জানো নিশ্চয়ই  
শুন্য পুরাণে আবেগের জল
কেবলই অবান্তর!
তবুও আমার কিছু বলার আছে
তোমার শুনা জরুরী!
কেন শুনবো?
আমি কী তোমার নিশ্চিন্ত মনের
কোন প্রহরী?
লাভ কী বলো পিছু হটে?
অনেকটা পথ আগিয়েছি
বুকে পরিবর্তনের ছাপ খোদাই করে
এখন আমার সুখের ঘরে
কেন বসতে দিব পিড়ে?
যখন তোমার সুখ ছিলো
আমায় কী ভিড়িয়েছিলে
সে সুখের নীড়ে?
যাও সেথায় যেথায় ছিলে
নিজেকে স্বাধীন করেছি বহু আগে
তোমার শৃঙ্খল ঝেড়ে!


রচনাকাল
১১.০২.২১