ইচ্ছা করে
তোমার রূপ সাগরে ভাসাই প্রেমের তরী।
ইচ্ছা করে
তোমার পাশে বসে মনের দাবীগুলি তুলি।
ইচ্ছা করে
তোমার ডাগর চোখে বসন্তের ভোর খুঁজি।
ইচ্ছা করে
অভিমানের পাহাড় ভেঙ্গে নীল আকাশ ছুঁয়ে দেখি।
ইচ্ছা করে
তোমার হাড় কিপটে হাসি টাকে লুটে এনে বুক পকেট ভারি করি।
ইচ্ছা করে
পাহাড়ী ঝর্ণার কোলে বসে
এলোমেলো চুলে আঙুল মেখে সুরের লহর তুলি।
ইচ্ছা করে
চৌরাস্তার ব্যস্ত ট্রাফিককে প্রশ্ন করে জানি
কোন পথে গেছো তুমি!
ইচ্ছা করে
তোমায় পাবার লোভে সেই পথে হেঁটে চলি আমি।
ইচ্ছা করে
শহরের অলিগলি ঘুরে বিরহের মুখ গুলি আঁকি
ইচ্ছা করে
দিন শেষে ভিড় বাসে
চেনাজানা শাড়ীর আঁচল ছুঁয়ে
সমাজের চরিত্রটা বুঝি!
ইচ্ছা করে
সব ব্যবধান ভুলে জীবনের মিনার গড়ি।
ইচ্ছা করে
তোমার হাতে হাত রেখে সম্মুখে এগিয়ে চলি।


রচনাকাল
02.11.21