ইচ্ছে করে
তোমার হাতটি ধরে নীল আকাশ ছুঁয়ে দেখি
উড়ে উড়ে দেখি মেঘের কারুকার্যময় বাড়ি
চাঁদের বুকে নেমে খুঁজি একখণ্ড বসত ভিটা
গড়তে তোমার আমার প্রেমের বাড়ি!


ইচ্ছে করে
তোমার সরব মনের নির্মম নীরবতা খুঁটে খুঁটে দেখি
আত্ম গোপনে থাকা অভিমানী অভিযোগ গুলো
খুঁজে খুঁজে এনে সাজাই উপশমের একেক-টা বড়ি
হৃদয়ের ক্ষত সারিয়ে সেথায় উড়াই বসন্তের ঘুড়ি!


ইচ্ছে করে
নিরাশার ধুলো সরায়ে সাজাই দ্রুপদী আঙিনা
অদৃষ্টের অত্যাচার ঠেলে স্বাবলম্বী করি মনের ভাবনা
ইশারায় শীষ দিয়ে এসে দাঁড়াই সম্মুখে
যাযাবর মনটা পেতে চায় যে তোমাকে!


ইচ্ছে করে
সাগরের বুকে নীল জ্যোৎস্না হয়ে দুলি
গাংচিল সেজে সীমানার খোঁজে ছোটাছুটি করি
মাঝে মাঝে ঢেউয়ের বুকে বুক পেতে রেখে রেখে
সাহসের সীমানা সমৃদ্ধশালী করে গড়ি!


ইচ্ছে করে
তোমায় বুকে লুকিয়ে আবেগ মিশ্রিত কথাগুলো বলি
হৃদয় বলুক কেন অথৈ দরিয়ায় করি হামাগুড়ি
প্রেম আমার তিল তিল করে গুছানো
ক্ষত সেরে সেখানে এখন বসন্ত!


ইচ্ছে করে
জ্যোৎস্নার জলে ভিজে ভিজে মধ্যরাতে দু'জন উল্লাসে মাতি
ভাঙ্গতে পৃথিবীর নিস্তব্ধ বাড়ি
কেউ দেখুক বা জানুক
আমি তুমি-ই রাজসাক্ষী!


রচনাকাল
০৯.০২.২১