কষ্টগুলো রেখে দূরে
বাঁচব ভালোবাসা ঘিরে
জানি পারবোনা
জীবনের উত্থান পতন এড়াতে
তবুও হারবোনা
হাসব জোরে
এটাই জীবন
মানবো নীরবে!!


মিলবো জীবনের জয়োৎসবে
দিব পাড়ি বন্ধুর পথ
থাকবো না কেউ ঘরে
একদা থেমে যাবে রথ
নামবে অন্ধকার গোরে
বেঁচে থাকবে পৃথিবী
তার মত করে
কর্মেরও গুণগান
যদি ভালো করে!!


কেন মিথ্যে অহংকার
মিথ্যে বড়াই
চোখে রঙ বাহারী আহার?
ভেবেছো কী একবার
মরিলে হবো লাশ
সাদা কাফন সঙ্গী
তোমার-আমার
কর্ম ভালো হলেই
ওপারে থাকবো বেটার।


আহা কি যে করি
মরি মরি
কে শুনে কার বুলি
সবাই রাজা, ভাবে অন্যান্যরা প্রজা
সাজায় রাজ প্রাসাদ
বঞ্চিত হয় প্রজা
এ কী জীবন?
জীবন বলে;
কাজ হবে মানুষের জন্য
দানবের নয়
হবে মানবের জয়
ওটাই ধর্ম।


রচনাকাল
১৪.১২.২০