কেন কান্না তোমার চোখে
কেন দু:খ তোমার বুকে
প্রাণ খুলে হাসো
দেশ মাতাকে ভালবাস
প্রজাপতির মত উড়ে উড়ে
দুখী মানুষের কান্না খোঁজ।


কে কার ভেবোনাতো আর
ঝরা পাতার হাঁসি দিওনাকো আর
সময়ের সাথে চল ভেসে
সুরের সাথে সুর তুলে
বিজয়ের পতাকা বাতাসে মেলে
চল যাই এগিয়ে সম্মুখে।


হৃদয়ে রেখো না হাহাকার
যাক দূর হয়ে যাক
সব পঙ্কিল আঁধার।


রচনাকাল
০৫.১২.২০