ওরা বলে বদলে গেছি
আমি বলি আগের মতই আছি
শুভ্র মায়া চোখে
উগ্রতা নেই মুখে
মিস্টি হাসি ঠোঁটে
সুখ সেখানে ভাসে
শুধু মোটা গ্লাসের চশমা
যুক্ত হয়েছে মনের চোখে
সাদা পাক ধরেছে
চুল, দাঁড়ি ও গোফে
তপ্ত রৌদ্দুরে বিবর্ণ রুমাল
এখনও ঘামের বিন্দু মুছে
অসময়ে স্মৃতি গুলি মনের দুয়ারে এসে
কেমন আছি-জিজ্ঞেস করে
সময় নিয়ে উত্তর দেই
ভালো আছি বোধহয়
বেদনা মাঝে মাঝে বুকের ভিতর শব্দ করে
কান্নার সুরের মত সে শব্দ
অনুভবে বুঝি
কেউ একজন আমার দুঃখ ছুঁয়ে দেখে
তার খোলা চুলের সুভাসিত গন্ধ
আমায় মাতাল করে
নানা অজুহাত সংসারে
অবসর নেয় কেড়ে
দায়িত্বের পরিধিটাও গেছে বেড়ে
একটুও সময় দিতে পারিনা তারে
সে ভাবে কী এমন কাজ যে
কাছে পাইনা তারে
না কি ইচ্ছে করে আমায় অবহেলা করে
প্রিয় মানুষটি যখন এটা ভাবে
তখন নিজেকে জানার জন্য নিজেই প্রশ্ন সাজাই
উত্তর মিলে
আমি তার থেকে অনেক দূরে!


রচনাকাল
২৯.১০.২১