বৃষ্টি তুমি জল হয়ে ভর কর দু'নয়নে
ছুঁয়ে দাও তার তৃষিত হৃদয়
ভেজাও দেহ মন তীব্র আবেগে
কদম ফুলের ঠোঁটে ঠোঁটে ফোটাও উচ্ছ্বসিত হাসি
শান্ত দীঘির বুকে জাগাও পদ্ম রাশি রাশি
সাজাও দিগন্ত রেখা রংধনুর সাত রঙে
হৃদয় বৃত্তের ভাবনাগুলো নিলামে তোল ইচ্ছার বাজারে।


বৃষ্টি তুমি ফিরে এসো পুরোনো অভ্যাসে
ভেজাও প্রকৃতি, শহরের অলি-গলি
তরুণীর ভেজা অঙ্গের ক্যানভাসে
আঁক জল রঙে কিছু বেফাঁস গল্প কথার ছবি।


বৃষ্টি তুমি জাগাও জলের কোলাহল প্রকৃতির ভাঁজে ভাঁজে
ভেঙ্গে চুরমার করো প্রেয়সীর অবসর উচ্ছ্বসিত স্বরে
সে যেন ছুটে চলে নুপুরের জলসাঘরে
মুছে ফেলতে সব জরা জীর্ণতা নুপুরের অহংকারে।


বৃষ্টি তুমি স্মৃতির পাতায় পাতায় জমিয়ে তোল দুষ্টুমিভরা যৌবননৃত্য
হৃদয়ের কুঠরিতে লুক্কায়িত আদর গুলো
বাড়তে দিও প্রচণ্ড মমতায় শরীরে শরীরে
মহাকালের চক্র ঘুরে যদি আবার
ফিরে আস ঝর্ণা হয়ে তার দু'চোখে
সব দৃশ্যপট পাল্টে দিয়ে
সেদিও তুমি নেমে এসো
ধরণীর এই চিরচেনা লোকালয়ে
কাদায় কাদায় মাড়িয়ে দিও আষাঢ়ের মন
পিচঢালা পথ ভাসিয়ে দিও বিস্তৃত জোয়ারে জোয়ারে
শুদ্ধতার নদীতে ভেসে ভেসে
মুগ্ধ নয়ন খুঁজে নিবে তাহারে।