কতটা বেদনায় আছি বোঝাবার ভাষা বলো কী?


কতটা শান্তিতে আছি পরিমাপের উপায় জানো কী?


কতটা রাত জেগে থাকি ও আকাশ তুমি জানাবে কী?


কতটা অপেক্ষায় থাকি যার বুঝার সে বুঝে কী?


কতটা পথ হাঁটি দিগন্তের ঠিকানা খুঁজি সীমানা তুমি বলবে কী?


কতটা সুখে আছি মনের উত্তর জানা আছে কী?


কতটা ভালবেসেছ ও হৃদয় ওজন করে বলে দিবে কী?


যার সুখ হরণ করে নিজে সুখী তাকে জবাব দিবে বলো কী?


যিনি পাঠিয়েছেন, বানিয়েছেন তার শোকর বলো কতটা করেছি আদৌ জানো কী?


মানুষ মানুষের জন্য কতটা মেনেছি উত্তর হবে বলো কী?


কী হারিয়ে কী পেয়েছি ওগো বিধাতা তুমি জানাবে কী?


নিষ্ঠুর না হয়ে গজবের 'করোনা' উঠিয়ে নিবে বলো কী?


কতটা অক্সিজেন স্বল্পতা, কতটা শ্বাস প্রশ্বাসের যন্ত্রনা ওগো বাতাস উত্তর দিবে কী?


স্বজন হারানোর বেদনা দিয়ে কী সুখ পাওগো তুমি জানাবে বলো কী?


হৃদয় ভেঙ্গে ব্যথার পিরামিড গড়ে কি শান্তি পাও তুমি জানাবে কী?


ওগো বিধাতা বলো আবার পৃথিবী পূর্বে ফিরবে কী?


রচনাকাল
২৭.০৭.২১