কবিতা
মনের কথা বলে
কবিতা
হৃদয় নিয়ে খেলে
কবিতা
কৃষ্ণ চূড়ায় হাসে
কবিতা
অমাবস্যায় কাঁদে
কবিতা
জোছনার আলোয় ঝরে
কবিতা
বাসন্তী রঙে ফোটে
কবিতা
রাজনীতি বুঝে
কবিতা
শৃঙ্খল ভাঙ্গে
কবিতা
শব্দের ঝংকার তোলে
কবিতা
অনাচারের বিরুদ্ধে লড়ে
কবিতা
শুভ্রতার আলো জ্বালে
কবিতা
স্বপ্নের সীমানা গড়ে
কবিতা
ষোড়শীর যৌবনে দোলে
কবিতা
তারুণ্যের পূজা করে
কবিতা
সত্যের পথে হাঁটে
কবিতা
মানবতার ঝাণ্ডা হয়ে ওঠে
কবিতা
জীবনের ছবি আঁকে
কবিতা
ভোরের নির্মল বায়ু গায়ে মাখে
কবিতা
মধ্যাহ্নের প্রখরতা বোঝে
কবিতা
বিকেলের মিষ্টি রোদে গলে
কবিতা
কবির কারুকার্যে
নিজের নামটি গড়ে
কবিতা
সব মানুষের মৌল অনুভূতি গুলির
প্রতিনিধিত্ব করে।


রচনাকাল
০৯.০৭.২০২০