আমি কবিতায় বাঁচি, কবিতায় হাঁসি
কবিতায় ভালোবাসি, কবিতায় স্বাধীনতা বুঝি।


আমি কবিতায় করি সম্বোধন, কবিতায় অভিবাদন
কবিতায় সারি প্রেমালাপ, কবিতায় করি বিরহ বিলাপ।


আমি কবিতায় দেই ধরণীর বিজ্ঞাপন, কবিতায় সাজাই শব্দের ছন্দ ময় ব্যাকরণ
কবিতায় গড়ি কিছু অক্ষরের বীন, কবিতায়  শোধ করি হৃদয়ের সমস্ত ঋণ।


আমি কবিতায় করি বৃষ্টি বিলাস, কবিতায় দেখি গোধুলীর আকাশ
কবিতায় লিখি চিঠি, কবিতায় করি উল্লাস।


আমি কবিতায় গাই বিদ্রোহের গান, কবিতায় করি মাল্যদান
কবিতায় গাঁথি স্বপ্নের বিবরণ, কবিতায় আঁকি বিশ্বায়ন।


আমি কবিতায় তোমারে খুঁজি, কবিতায় তোমারে দাবী করি
কবিতায় তোমারে পড়ে, কবিতায় তোমারে গড়ি।


আমি কবিতায় তোমারে জানি, কবিতায় তোমারে মানি
কবিতায় পৌছে দিই তোমার হৃদয়ে নিষ্পাপ বানী।


আমি কবিতায় ন্যায়ের কথা বলি, সাম্যের অনবদ্য উচ্চারণ করি
কবিতায় গড়ি মৈত্রী, কবিতায় মিলে শুদ্ধ চেতনার তৃপ্তি।


আমি কবিতায় পড়ি, কবিতায় বলি
কবিতার শব্দাবলী দিয়ে মনের বন্ধ দুয়ার খুলি।