আজ কোন কথা নয়, হলে মুখোমুখি
যা কিছু বলার ছিল, তুমি বুঝে নিও
বোঝাবার ভাষা নেই, দেখে শুধু আঁখি
অজানা সে গলিপথে, এসে দেখা দিও।


বুঝানোর ভাষা পেলে, আমি হব সুখি
অযথা সে কতকাল, সাজিবে রোমিও
তুমি যেনো আর কারো, হয়োনাগো মুখি
যদি বা সে  কাছে আসে, তুমিও আগিও।


ভালোবাসি এ কথাটি, যে তোমারে বলে
শুনিবে কী মন তার, সে আশার বাণী
দিন শেষে তারে তুমি, কী যেন কহিলে?
মিটিবে কী সে তিয়াস, ওগো গৌরবিণী?


বুকের ভিতরে কিছু, রাখা বড় দায়
যদি তারে ভালোবাস, নিও গো জিম্মায়।


সনেটঃ সেক্সপিয়রিয় রীতি
কলমেঃ মুনির আহমদ
রচনাকাল
১২.০৯.২১