কোন অভিমানে
চলে গেলে চেনা জানা এই শহর ছেড়ে
রেখে যাওনি ঠিকানা শুধু একটি
সাদা খামে কিছু কথা লিখে
বুঝার উপায় নেই কলমের কালি গেছে উড়ে।


চোখের জল যদি নীরবে একাই ফেলতে হবে আমাকে
তবে কেন জড়ালে আমায় তোমার জীবনের গল্পে
বলেছিলাম হৃদয়ের ঋণ গচ্ছিত রাখবো তোমার ঠোঁটে
সে আগুনে জ্বলে পুড়ে মরবো দু'জন ভালোবাসার শপথে
অথচ শর্ত বিহীন বেদনার কতগুলো আঁচড় জমা রেখে
তুমি সটকে পড়লে নীরবে
পারবে কী দূরে একা শান্তির নীড় গড়ে
দু:খের সব দাগ মুছে ফেলতে?


রচনাকাল
১৭.১০.২০