থাকতে চাই আমি
আমার মত করে
কেন সাজাতে চাও
তোমার মত করে।
খোলা আকাশ দেখ শান্ত
একাকীত্বের বুনিয়াদ গড়ে
মেঘগুলো স্বাধীন
ঠিকানা হীন ভবঘুরে।
অভিমান থাকতে পারে
রক্ত মাংসের হৃদপিণ্ডের
আমি কী তার বাইরে?
চাঁদে কলঙ্ক আছে
জানি সবে
তবুও অনুপম জোছনা তার বুকে
পারবো না হতে তার মত করে
কষ্ট চেপে রেখে বুকে।
যতবার পর নীলাম্বরী শাড়ী
কপালে নীল তিলক এঁকে
বলবো মনটা মরে গেছে
ভুলের মাশুল দিতে দিতে
থাকতে দাও আমায়
আমার মত করে
বিরহ এত মধুর
বুঝি নিতো আগে!


রচনাকাল
০৮.১২.২০