একুশ আমার চেতনা
একুশ আমার অনুপ্রেরণা।


একুশ মানে আমার মায়ের মুখের উৎফুল্ল হাসি
একুশ মানে আমার বোনের চোখে-মুখে একরাশ খুশি।


একুশের গুণে আজ আমি বাংলায় আলপনা আঁকি
উল্লাসে মাতি, করি বনেদিপনা ও ইয়ার্কি।


একুশ ছিল বলে বায়ান্নের পথ ধরে বহুদূর হেঁটে যাওয়ার শক্তিতে বলিয়ান হয়েছি
'বীর বাঙালি অস্ত্র বাংলাদেশ স্বাধীন কর' শ্লোগান তুলে বুকের রক্ত বিলিয়ে দিতে পেরেছি
একুশ ছিল বলে পঁচিশে মার্চ রাত্রির ভয়াবহতা সত্ত্বেও ঘুরে দাঁড়াবার শক্তি, সাহস, সঞ্চয় করেছি
একুশ ছিল বলেই যার যা ছিল তাই নিয়ে সুদীর্ঘ নয় মাস যুদ্ধ করে পাক হানাদার হটিয়েছি
একুশ ছিল বলে আজ আমরা একটি স্বাধীন জাতি।


সালাম জানাই হে বীর শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর
তোমাদের আত্মত্যাগের কারণে যুগের পর যুগ, অনাদিকাল পর্যন্ত আমরা বলতে পারবো
'মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা'।


হে মহান ২১
তুমি ছিলে আমার, আমার ভাইয়ের, আমার মায়ের,
আমার বোনের, প্রতিটি বাঙালির
তথা ৫৪ হাজার বর্গমাইলের সকল আবাল, বৃদ্ধ বনিতার
ইউনেস্কোর স্বীকৃতিতে আজ তুমি বিশ্ব সভার।


রচনাকাল: ২১.০২.২৩