চোখে আমার জল দেখে
কাঁদিস না রে সই
বুকের ভিতর তার বিরহ
চোখের জলে রয়।।


ও সই রে সই
তারে দেখেছি পাথর ঘাটা
কর্ণফুলী ঘেঁষে
হৃদয় আমার প্রেম শিখেছে  
তার নির্লোভ হাসি ধেয়ে
বল কেমনে তারে পাই।


চোখে আমার জল দেখে
কাঁদিস নারে সই
বুকের ভিতর তার বিরহ
চোখের জলে রয়।।


ও সই রে সই
বন্ধু আমার প্রাণের সখা
জ্যোৎস্না রাতের আলো
তার চর নে হৃদয় সঁপে
অঙ্গ ভেজাবো
মনের জ্বালা মনে জ্বলে
কেমন তারে কই।


চোখে আমার জল দেখে
কাঁদিস নারে সই
বুকের ভিতর তার বিরহ
চোখের জলে রয়।।


ও সই রে সই
তারে আমি ভালোবাসি
হৃদয় আমায় কয়
তার বিহনে জ্বলেপুড়ে
হৃদয় অঙ্গার হয়
দহন কী সে বুঝতে পারে
তোর মনে কী লয়?


চোখে আমার জল দেখে
কাঁদিস নারে সই
বুকের ভিতর তার বিরহ
চোখের জলে রয়।।


রচনাকাল
২৯.০১.২১