(সনেট ফর মেটে লেখা)


কিছু ভুল আমার, কিছু ভুল তোমার


ভুল ভেঙ্গে নতুন বিশ্বের খুলি দ্বার।


জাগতিক নিয়মে আমরা পরম্পরা


জাত ও বর্ণ ওসব পৌরাণিক ভাষা।


অভিন্ন মাটি থেকে আমাদের শরীর

মানুষতো মোরা, বিধাতার হাতে গড়া।


জাগতিক জীবনের চাকচিক্যে মজে


মোরা যেন ভুলিনা পরকালও আছে!


ইহকাল পরকাল এই দুই কালে


শান্তি বা অশান্তি পাবে নিজ কর্ম গুণে।


ধরাধাম ছেড়ে আমি তুমি যাবো সবে


পাপ পূণ্যের দলিল সঙ্গে কাঁধে রবে


ভালোবাসা ছড়ায়ে শান্তি আনো জগতে


ধর্ম বর্ণ ভেদে মনুষত্বই উঁচুতে।।


রচনাকাল
২১.০৪.২১