হে মানুষ!
যেদিন সাঙ্গ হবে তোর ভবলীলা
নিভে যাবে প্রাণ, প্রাণের স্পন্দন
বন্ধ হবে ভালোবাসার গান
চাওয়া পাওয়া, দম্ভ অহমিকার অবসান
বুঝিস মৃত্যু তার নাম।
একদিন আসবে সে নি:শব্দে
নিয়ে যাবে কাফন জড়ানো নিথর দেহে
সাড়ে তিন হাত অন্ধকার নি:সঙ্গ গৃহে
যেথায় অনন্তকাল তোর বাস হবে
পরিবার পরিজন, বিত্ত বৈভব
অহংকার, গৌরব, ক্ষমতার দাপট
জাত বংশ কুল মান মর্যাদা
ধন সম্পদ প্রাসাদ অট্টালিকা
মিথ্যে সব মায়ার বাঁধন ছেড়ে
অবহেলা অনাদরে
তবুও কেন জড়াস রে তুই
ক্ষণিক দুনিয়ার মিথ্যে মায়ার মোহে!
হে মানুষ!
যেদিন সাঙ্গ হবে তোর ভবলীলা
নিভে যাবে প্রাণ, প্রাণের স্পন্দন
বন্ধ হবে ভালোবাসার গান
চাওয়া পাওয়া, দম্ভ অহমিকার অবসান
বুঝিস মৃত্যু তার নাম।


রচনাকাল
০১.০৪.২০২০