যত তার দোষ খুঁজি
গুণ গুলি উঠে জাগি
যত বলি ভালোবাসি
ফাগুন রাঙ্গা ঠোঁটে ফোটে
হাঁসি রাশি রাশি।
যত বলি কী চাই তোমার
বলে চিরদিন যেন থাকি তার
যখন বলি দু:খ কী তোমার
বলে জীবনে তুমি আসার পর
ভাবি নিতো আর।
বলি কিসে সুখ মিলে তোমার
বলে হাজার ভিড়ের মাঝে
হাতটা ধরে যখন নিরাপদে রাখ
তাতে সুখ মিলে আমার।
বলি কী তোমার অহংকার
বলে তুমি নিরহংকার
ওটাই আমার অলংকার
বলি কী তোমার শেষ চাওয়া
বলে তোমায় পাওয়া।
বলি কোন ফুল তোমার পছন্দ
বলে নীল পদ্ম, জানি পাবেনা
যদি ইচ্ছে হয়
প্রতি বর্ষায় দিয়ো খোঁপায়
একটি কদম ফুল।


রচনাকাল
২৯.১১.২০