কেন
সুনিপুণ উঁকি দিলে পরানের গহীনে
বলেছিতো পারবোনা এলোচুলে বাঁধিতে বেণী
আমি যে ভীষণ লাজুক কথায় ও কাজে
করো না রাগ, শুধু রাখিও হৃদয়ে।
যতদূর মনে পড়ে
গুছিয়ে রাখা স্মৃতি যদি ভুল না করে
এসেছিলে নির্জনে এক ভর দুপুরে
পরনে বেনারসী, কানে ঝুমকোলতা ফুল
পায়ে মখমলের চটি, বাজায়ে নুপুর
শিখিয়ে গেলে প্রেম কী যে মধুর
জেগে থাকে আজো দু'টি আঁখি বিরহ রাগে
আবেগের রস ঢেলে সরাব গিলে প্রতি রাতে
ওগো
হারানো প্রিয়া
জাগে সুন্দর রুপের তৃষ্ণা মোর পরানে
কেন নয়ন দেখিতে পায়না তোমারে!


রচনাকাল
২৩.০১.২১