একদা ছিলাম একই পথে
এখন দু'জন ভিন্ন পথে
ভেঙে গেছে মন কাঁচের মতন
কে দায়ী, কেন হলো এমন
তুমি আমি কী তার কারন
খুঁজিতে অদৃশ্য বারণ।
যে খেলেছে ভাঙ্গন খেলা
সে ভেঙ্গেছে মায়ার তালা
যেন রাত্রি নিঝুম চন্দ্র ছাড়া
লেগেছিল বদলের হাওয়া
অহংকার দিয়েছিল একটু বেশি তাড়া
বুঝতে দেয়নি আপোষ ছড়া
তাই কী দু'জন ছন্নছাড়া?
কী ছিলনা মোদের
সুখ ছিল, আনন্দ ছিল
গোলা ভরা ছিল ধান
আঙিনায় ছিল নয়ন তারা
হাসনা হেনার সুভাসে
ভরে যেত মন।
বন্যার মত হাসি উঠতো ঠোঁটের বাঁকে বাঁকে
চাঁদনী রাতে কত কথা হতো দু'জনাতে
হতো কত খুনসুটি পৌষের বিকালে
একেকটি ফাল্গুনে জ্বলতো আগুন বুকের গহীনে
তুমি হারালে
জেগে উঠতো ভালোবাসার নেশা চোখের নজরে
শরতের কাশফুলে বসাতাম সাদা মেঘের ভেলা
নীল শাড়ীর আঁচলে দোল খেতে খেতে বলে যেত উদাস দক্ষিণ হাওয়া
হৃদয়ের ঋণ গড়ে তাজমহল
যে খানে যার জায়গা।
এখন নি:স্ব দু'টি মন
কে দায়ী, কেন হলো এমন
তুমি আমি কী তার কারন
খুঁজিতে অদৃশ্য বারন।


রচনাকাল
১০.১২.২০