আজ
রাতের তারাগুলো জ্বলেনি
তোমার গুমরা মুখ দেখে
চাঁদও লুকিয়ে গেছে মেঘের আড়ালে
অধরে মিষ্টি হাসি দেখতে না পেয়ে
জোনাকিরা সরে গেছে দূরে বহুদূরে
নিভু নিভু আলো প্রত্যাহার করে
একা বসে ভাবি নিকষ অন্ধকারে
রাগ অনুরাগের স্মৃতিগুলো মেলে
বেদনাকে নিয়ে স্বচ্ছ লতার ঘরে
ইচ্ছে জাগে মনে তোমায় নিয়ে
গড়ি নতুন দিনের সাম্রাজ্য
ভালোবাসার মসনদে বসে।
ওগো নীহারিকা
হতে চাও যদি সে পথের যাত্রী
এসো দু'জন মিলে গড়ি ভালোবাসার মৈত্রী।


রচনাকাল
১৯.১০.২০