নিশু
তোমার বাজারে সওদা করে
আজও ঠকিনি আমি
বিশ্বাসে ভর করে
গেছি অনেক পথ
দেখেছি হাজারো নি:স্ব চোখ
কারো বুকে ব্যথার ছোপ
বেদনার পায়ে চুমু খেয়ে
কেউ মুমূর্ষু রোগী
কারো ভাগ্যে জুটেছে বেড়ী
কেউ রাত জাগা পাখি
শুধু
অনুভবের আদরে ভারি
দু'জোড়া চোখ
এখনো চড়ে নি কষ্টের গাড়ী!


রচনাকাল
১০.০২.২১