তুমি
আমার হৃদয়ের হৃদয়
বাতাসে বাতাসে বসন্তের গন্ধ
তোমার বুকে উঁকি দেয় রুপালি চাঁদ
কপোলে লাল টিপ নেই, নেই রং চটা সাজ
প্রকৃতির অপরুপ সাজে তুমি তিলোত্তমা
আমার হৃদয় গগনে নীল ধ্রুবতারা।


তোমার
উষ্ণ ঠোট দেয় নিরেট প্রেমের আভাস
স্নিগ্ধ হাসিতে নড়ে ওঠে হৃদয়গ্রাহী আকাশ।


তোমার
এলোমেলো চুল যেন পাহাড়ি ঝরনাধারা
মনের গহীনে গড়ে ভালবাসার পাহাড় চূঁড়া।


তোমার
আঁখি তো নয় যেন উত্তপ্ত সতর্কীকরণ সাইরেন
মনের ভেতর যায় বেজে যায় সারাক্ষণ
বিলিয়ে দেয় সুখ যত তোমার, যতই গহীনে জ্বলুক আগুন।


তোমার
স্পর্ধায় পাই স্পর্শের সাড়া
কথার সূর মাধুরীতে ভাঙ্গে শৃঙ্খলের সব তালা।


তোমার
সব রাগ-অনুরাগ, অনুযোগ, দ্রোহ-বিদ্রোহ
গোপনে গোপনে বাড়ায় ভালবাসার মোহ
স্মৃতির পাতা ক্রমান্বয় হয়ে ওঠে ভারী
যা সুন্দর সব অন্তরে ধারণ করি।


তোমার
আবদার গুলো হয়না কখনো বে-হিসাবি
অপ্রয়োজন ভালবাসার কফিনে মুড়িয়ে রাখ বলে
শান্তির বাতাস সংসারে বহে নিরবধি।


রচনাকাল
০৩.০৪.২০১৯