বরুনা, দেখে নিও
একদিন সুনীল আকাশটা আমার হবে
সেদিন তুমি রবে দূরে।


একদিন বাতাসও আমার বুকে স্থান নিয়ে উল্লাসে মেতে উঠবে
সেদিন তুমি দূরে দাঁড়িয়ে হাসবে।


হয়তো বা একদিন ভালোবাসা আমার বুকে ঝড় তুলবে
সেদিন তুমি সহস্র মাইল দূরে কোথাও কানামাছি খেলবে।


আমার বিশ্বাসী মন বলে
একদিন বসন্তও আমার দরজায় এসে কড়া নেড়ে বলবে-
"দাঁড়িয়ে আছি বসতে দাও পিঁড়ে''
সেদিন তুমি অবহেলার দাগ লু কাতে চাইবে।


জানি একদিন ঝরা পাতারাও অবগাহনের সুর তুলবে
সেদিন মধ্য দুপুরে নির্লজ্জের মত তুমি আমায় ডাকবে!
ভেবোনা বিষাদের পাহাড় ভেঙ্গে আমি ফিরবো
তোমাকে নিঃসঙ্গতার সতীন করেই রাখবো!


কোন একদিন সমুদ্রও আমায় ডেকে নিয়ে বলবে
"বুঝি তোমার বেদনার গভীরতা
ঠিক যতটা দেখ আমার বিশালতা! ভেবোনা
কষ্ট আমারও আছে, দুঃখ বেদনা নিয়ে
আমিও কাঁদি নীরবে
ঐ যে দেখছ না দূরে
কান্নার সুর গুলো আছড়ে পড়ছে নির্জন উপকুলে।"
সেদিন তুমি দেখবে এ জীবন বদলে ফেলেছি এক নিমিষে।


এমনও হতে পারে
একদিন দীর্ঘশ্বাসে ভরা কোন আখ্যান বুকের গহীনে  বসতি গড়বে
সেদিন তুমি ভালোবাসা খুঁজবে অন্ধ ভাবে!
যেদিন ভালোবাসা খুঁজবে
সেদিন বুঝবে এ হৃদয় কতটা আসন দিয়েছে তোমাকে!


যদি কোন দিন বিউগলে করুণ সুর বাজে
বুঝে নিও-
ভালোবাসার নির্জন প্রকোষ্ঠে আমায় রেখে আসতে
কেউ সফল প্রস্তুতি নিচ্ছে!
বিদায়ের সে শুভলগ্নে অন্তর আত্মা সু ধাবে-
"আঁখি জল মোছ পিয়া ভোল ভোল আমারে
মনে কে গো রাখো তারে ঝরে যে ফুল আঁধারে।''

রচনাকাল
০৫.০২.২২