অতঃপর তুমি এলে
শ্রাবণ দিনে
এক পসলা বৃষ্টি নিয়ে
বুকে ছিল তৃষ্ণার শিহরণ!!


অতঃপর তুমি এলে
শারদ প্রাতে কাশের বনে
কেড়ে নিলে লাজ আবরণ!!


অতঃপর তুমি এলে
খরদুপুরে
চৈত্রের কাঠ ফাটা রোদ্দুর হাতে নিয়ে
জানিয়ে দিলে
ভীষণ ক্লান্ত, বিশ্রাম প্রয়োজন!!


অতঃপর তুমি এলে
বিকেলের মিষ্টি রোদে
অন্য রূপে কোমর বেঁধে
উতাল পাতাল হলো মন!!


অতঃপর তুমি এলে
সাঁজ প্রদীপ নিভিয়ে দিলে
নিঃসঙ্গ এক যুবকের
তীব্র প্রেমের বিষময় দহন
করে নিলে আপন!!


অতঃপর তুমি এলে
জোছনা রাতে
স্বপ্নগুলো নিলে চুরি করে
বুঝিনা স্মৃতি নিয়ে বাঁচার কী প্রয়োজন!!


রচনাকাল
07/11/21