আমি বহুদুর গিয়েছি, বহু পথ হেঁটেছি
তোমায় খুঁজিতে খুঁজিতে
এ জীবনে ভালোবাসার কাঙ্গাল ছিলাম
তোমায় দেখার সাধ মেটাতে।
যতদূর গিয়েছি হাওয়া ছিল সাথী হয়ে ফেরারি
আমি নীরব চোখে, মেঠো পথ ধরে, শহরের অলি-গলি ঘুরে
আবার আমার কাছে ফিরে এসেছি
মিলেনি তোমার দেখা, শুনোনি আমার ব্যথা
ঝরা পাতার কষ্ট কথা
তীব্র আকাঙ্ক্ষা ছিলো বুকে
এঁকেছি তোমার শৈল্পিক ছবি মনের রং তুলি দিয়ে
হয়তো হবে অমীমাংসিত সন্ধির ফয়সালা এই ভেবে
অথচ, ঘরের বাহিরে এক পা বাড়াওনি তুমি
আমার দু:খ বুঝিতে
তবুও বহুদুর গিয়েছি, বহু পথ হেঁটেছি
তোমায় খুঁজিতে খুঁজিতে
এ জীবনে ভালোবাসার কাঙ্গাল ছিলাম
তোমায় দেখার সাধ মেটাতে।


রচনাকাল
১৬.০৬.২০২০