সনেট
ফরাসী
ছন্দ্রমাত্রা : কখখক:কখখক:গগ: ঘঙঘঙ


যে করে প্রেম সে বুঝে, প্রেমের কী শান
তোমার আমারে তুমি, করিওনা পর
তুমি বিনা জীবনের, নেই কোন দর
খুঁজিতে যেয়োনা তুমি, কী যে তার মান।
জুলেখা প্রেমে ইউসুফ, ছিল যে সাবধান
চণ্ডীদাস রজকিনী, প্রেমেতে ধ্যানপর
লাইলী মজনুর ছিল, বুক ব্যথা ভার
শিরী আর ফরহাদের, হলো অন্তর্ধান।


শোনো গো বাজে সানাই, মিলনের সুরে
তারই মাঝে খোঁজ নিও, পাবে তুমি মোরে।


ঘোচাবে মনের ব্যথা, যদি হিয়া জানে
যার ধ্যানে থাকো তুমি, চির নিরবধি
রাখো তুমি দূরে তারে, কোন অনুমানে
ও সুন্দরী তারে রাখো, সুখ দিয়ে বাঁধি।


রচনাকাল
০২.০৫.২১