যখন শেষ হবে জীবনের সব লেনদেন
হাসি মুখে বিদায় দিও
চোখে জল আসলে নীরবে মুছে নিও।


কষ্টগুলো ডাস্টবিনে ফেলে
ধরিত্রীর এ খেলা ঘরে উচ্ছ্বাসে থেকো
আমার জন্য দু:খ করো না
ওপারে ভালো থাকার হয়ো প্রেরণা।


আগলে রেখো যত্নে গড়া সংসার
ঝড় ঝঞ্ঝা দুর্ভোগ যতই আসুক বার বার
হাল ছেড়োনা সাহস রেখো মনে।


আমি আসবো ফিরে তোমার দ্বারে
কখনো বৃষ্টি হয়ে, কখনো ভোরের আলো
কখনো বা পূর্ণিমার চাঁদ হয়ে, কখনো বসন্তের হাওয়ায় দোলে
কখনো বা প্রজাপতির ডানায় উড়ে
তুমি চুপটি করে থেকো নীরবে
ফেলে যাওয়া ভাবভালোবাসা কুড়ায়ে।


রচনাকাল
০৯.০৮.২০২০