ফিরে দেখেছি বার বার
পিছনে কেউ নেই, কেবল শূন্যতা আর
হাহাকার
আগলে রেখেছে যে সেও গেছে সরে
মিথ্যে অহংকার ও লোভের
জয়জয়কার চারিদিকে  
ফেটে পড়া উচ্ছ্বাস হারিয়েছে তেজ
যৌবনও গেছে মরে
প্রদীপের উল্লম্ফন দেখিনা কতকাল
সন্ধ্যা নেমে এলে
বাসন্তী শাড়ীতে
যার রঙে রাঙিয়েছি নিজেকে গত বসন্তে
কবিতায় আজ তার সরব উপস্থিতি মিলেনা
মূল্য ক্ষুন্ন হয় বলে
কত দাম তার ভেবে দেখিনি আগে
স্বচ্ছলতার জমিদারি চেড়ে দিয়েছি সেই কবে
বেঁচে থাকার জায়গাটা এখন বেশ গুমোট
তার মোহনীয় রুপ ছেড়ে
না পাওয়ার তালিকাও বেশ সুদীর্ঘ
জীবনের সাধ গেছে মিটে
আয়নায় নিজেকে দেখিনা কতকাল
রঙবেরঙের দু:খগুলো যন্ত্রনা দেয় বলে
সর্বস্বান্ত হয়েছি বহু আগে
শ্রদ্ধা ভালোবাসার মূল্য দিতে গিয়ে
মাঝে মাঝে অশান্ত মন বিদ্রোহী ভাব ধরে
জিততে পারেনা, শুধু হার মানে
কথার কারুকার্য আমার চেয়েও তার বেশ ভালো
বলতে গেলে ছড়াতে পারিনা আলো
এটাও এক বেদনা
কেন এমন কারুকার্য পারিনা
খুঁজি কোথায় আমার ভুল
খুঁজতে গেলেই হৃদয়ের গভীরে বেজে উঠে
রোদনও ভরা বসন্তের সুর
শুনে শুনে আমি বেশ ক্লান্ত হই
ভাবি সময় তো গড়িয়েছে বহুদুর
পড়ন্ত বিকালে ভর দুপুরের প্রখরতা খোঁজা এখন সত্যিই বড় দুষ্কর।


রচনাকাল
১১.০১.২১