জননী জন্মভূমি চরণে তোমার নত করি শির
আঁচলে জড়ায়ে বাঙ্গালী করেছ শৌর্য বীর্যে বীর।
৫২ তে মোরা রক্ত দিলাম, ভাষার জন্য জীবন
রক্ত ভেজা রাজপথ বলে দিল গড় ঐক্যের বন্ধন।
কালের প্রয়োজনে ঐক্য হলো, ভূমিষ্ঠ হলো ভাষা ভিত্তিক বাঙ্গালী জাতীয়তাবাদ
প্রতিটি বাঙ্গালীর মনের গহীনে ভেসে উঠলো স্বাধীনতার সাধ
এক মুক্ত ভূখণ্ডের মানচিত্র, স্বাধীন বাংলাদেশ
গাঢ় লাল-সবুজের পতাকা সমৃদ্ধ।
পাল্টে গেল ইতিহাসের গতিপথ
৫৪'র নির্বাচনে যুক্তফ্রন্টের নিরঙ্কুশ বিজয়
৬২-র শিক্ষা আন্দোলন, ৬৬-র ছয় দফা আন্দোলন
৬৮-র আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে বাঙ্গালীর প্রজ্জ্বলিত শিখা অনির্বাণ
ক্ষোভে বিক্ষোভে হলো উনসত্তরের গণঅভ্যুত্থান
আয়ু বের মসনদ হলো খানখান।
৭০'র নির্বাচনে আওয়ামী লীগের একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন
সবগুলোই হলো স্বাধীনতার সোপান
নেতৃত্বে দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৭ মার্চের সোহরাওয়ার্দী উদ্যান
জনতার মহাসমুদ্রে আকাশ-বাতাস প্রকম্পিত করে কবি করলেন তার অমর কাব্যের বয়ান
'এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম'
গগন বিদারী সেই শ্লোগান অচল করে দেয় পূর্ব পাকিস্তান
ইতিহাসের পাতায় ঘটে বাঙ্গালীর পুনরুত্থান।
২৫ মার্চের ভয়াল রাত, রাতের নৃশংসতা ও ধ্বংসযজ্ঞ মোকা বেলায় এলো স্বাধীনতার ডাক
ঘুরে দাঁড়ায় বাঙ্গালী
যার যা ছিলো তাই নিয়ে প্রতিরোধে নেমে পড়ে
সুদীর্ঘ নয় মাস প্রাণপণ যুদ্ধ শেষে ঘরে ফিরে বিজয়ের বেশে
১৬ ডিসেম্বর বিজয়ের পতাকা উড্ডয়ন করে
বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থান সুনিশ্চিত করে।


রচনাকাল
২১.০৭.২০