জীবনের বয়স ৫১
পড়ন্ত নয় উত্তীর্ণ
সফলতার পাশে ব্যর্থতা
ন্যুয়ে পড়ছে গাছটা।
কলকব্জায় জং, চামড়া ভাঁজ
কপালে বলি রেখার দাগ
দিনে দিনে শরীরে বাড়ছে
নানাবিধ রোগের চাষ
ডায়াবেটিক, ব্লাড প্রেসার, হৃদ রোগ,
ক্যানসার, কিডনি ফেইলিউর
দৃষ্টি শক্তিতে যোগ বিয়োগের ডুবসাঁতার
ঘুরে ফিরে চক্রাকার
বদলে যাচ্ছে জীবনের গ্রামার।
হয়তো খুব সহসা হবে
একাকীত্বের সাথে সহবাস
স্মৃতির পাতা খসে পড়বে একটা একটা করে
ভালোবাসার মানুষগুলো ঠেলে দিবে দূরে
ধরণীর আলো বাতাস আটকা পড়ে যাবে
বৃদ্ধা শ্রমের চার দেয়ালে
বিবর্ণ চামড়ার ভাঁজে বার্ধক্য পাঠাবে উপঢৌকন
পরাক্রমশালী নবাবের নির্বাসন।
সম্পর্কের নানা দুখী টানাপড়েন
কারো কারো বদন মলিন
সম্পদের প্রাপ্যতা নিয়ে চুলচেরা বিশ্লেষণ
ওর ভাগে কেন বেশী
আমার ভাগে কেন কম
এলোপাতাড়ি কত কথোপকথন
বিবেকের একটুও তাড়না নেই
প্রাচুর্যের হিসেব টাই প্রথম।
জীবনের শেষ এপিসোড
মৃত্যুই আপন।


রচনাকাল
২৮.০২.২১