সেই দিন নীল আকাশের নীচে
বসেছিল সবুজের মেলা
ভোরের মৃদুমন্দ হাওয়া
পথের ধুলোবালি
গাছের ছায়ার মৌন তা
ধুধু মাঠ, সারি সারি ধানের ক্ষেত
ঘুঘু, শ্যামা, কোকিলের ডাক
করেছিল মন উতলা।
মুগ্ধ নয়ন দেখিয়াছে
সিমের ছড়া, অজানা বৃক্ষ, তরুলতা
বাগিচায় ঝরা পাতার নিক্কণ
আমের মুকুলের উলম্ফন।
স্থবির খাল-বিলের ভাঙ্গে নীরবতা
কাছে আসার নিমন্ত্রনে
স্মৃতিময় ওঠান,  পুকুর ঘাট
ঘরের আঙ্গিনা, দখিনের বারান্দা
মুখরিত ছিল বেশ খানিকটা
পুরানো পদধ্বনি শুনে।
সেদিন খড়ের গাদার উষ্ণ আলিঙ্গনে
জমে ওঠে ছিলো ভালবাসার লুকোচুরি খেলা
কাদামাটির ঘ্রাণে ঘ্রাণে
মন খুঁজে নিয়েছিল শৈশবের
স্মৃতিময় বেলা।


রচনাকাল
০২.০৩.২০২০