রাগ করোনা সখী
কালার সঙ্গে গড়ে পিরীতি
স্বপ্ন বেঁধেছি আকাশ চুম্বী
অতীত দিয়েছি বিসর্জন
অনুভূতির ঘরে অন্য জন
ভালোবাসায় কত রঙ
মন কেমন অকারণ
উপেক্ষিত সে বারণ
ক্ষণিকের সুখ সে কারণ!
অভিমান মিছে নয়
গল্পটা পূর্ণ হয়
বিচ্ছেদের অনলে পুড়ে
যদি হৃদয় খাঁটি হয়।
আক্ষেপ থাকে লুকায়
মূল্যহীন বেঁচে থাকায়
সফলতার পথ ভীষণ বন্ধুর
আয়নায় দেখে নিতে পারো
কী তোমার ভুল!
রচনাকাল
০৩.১০.২১