শুধু তোমায় ভেবে ভেবে
কত রাত কেটেছে একা
তুমি আসবে বলে
সাজিয়েছি নিজ অট্টালিকা
আসোনি বলে
ত্রিশটি বসন্ত গেছে ফাঁকা।
তবুও দেখবো বলে
অপেক্ষার জানালা রেখেছি খোলা
বড় মিষ্টি ভোরবেলা
চুপি চুপি বাতাস এসে
হৃদয়ে দেয় দোলা
হঠাৎ বৃষ্টির আনাগোনা
নয়ন খুঁজে ফিরে তোমার মায়া
বড় একা একা লাগে
সাজানো এ গুল বাগে
আবেগ বলে-
তারে চাও কোন অধিকার বলে!
তবু তোমায় পাবো বলে
আজও রয়েছি একা
নিঃসঙ্গ মনটাকে বানিয়ে বোকা।
ওগো নিঠুর দরদী
অসময়ে হারিয়েছি আপনজন
একঘেয়ে রোজনামচায় ক্লান্ত দেহ মন
এতটুকু স্বস্তি পাবো বলে
হৃদয়ের আঙিনায় চাই শুধু
তোমারই আলাপন।


রচনাকাল
০৭.০২.২২