আমার অঙ্গ ভরা যৌবন
তোর দৃষ্টি কেন শোভন
পেতে হলে আয়রে বুকে
করবো তোরে বরণ।।


ও বন্ধুরে
জ্বলে পুড়ে আমি মরি
তোর বিরহ সয়ে
তুই কেমন মরদ পোলা
বুঝিস নারে মোরে
বুকের ব্যথা বুকে থাকে
নারী মুখ ফোটে কী বলে
পেতে হলে আয়রে বুকে
করবো বরণ তোরে।।


ও বন্ধুরে
তোর বিরহ সয়ে সয়ে
যৌবন যায় মোর ক্ষয়ে
বাজারে তোর মোহন বাঁশী
থাকবো না আর ঘরে
মনের আশা মনে পুষবো
আর কতকাল ধরে
পেতে হলে আয়রে বুকে
ঘর ছাড়া কর মোরে।।


বাজারে তোর মোহন বাঁশী
থাকবো না আর ঘরে
দু'জন মিলে ঘর বাঁধবো
যমুনারও তীরে
মনের আশা মনে পুষবো
আর কতকাল ধরে
পেতে হলে আয়রে বুকে
ঘর ছাড়া কর মোরে।।


একটি গান
রচনাকাল
৩.২.২১