যার জন্য সাজিয়েছি বসন্তের ঢালা
সে আমায় করলো পর
ভালোবাসার অপমৃত্যু ঘটিয়ে
করছে এখন অন্যের ঘর
দু:খ বলে করো না তাকে পর
যে যাবার সে যাবে, জানতো বড় প্রেম কাছে টানে না
দেয় দূরে ঠেলে
সদা হাস্য-রসে থেকো সব যাবে ভুলে
নতুন স্বপ্ন এলে ভেবে নিও আগামীর কথা
যে তোমারে ভালবাসিবে
তারে দিওনা কভু ব্যথা।


রচনাকাল
২৯.০৭.২০২০