লা বন্য,
বুকের ভেতর আগুন জ্বলে
মিষ্টি ঠোঁটে তৃষ্ণা ধরে
চোখ থেকে বিন্দু বিন্দু শিশির পড়ে
আদরের সব রং ঢেলে
মনের কথাগুলো লিখে একটি চিঠি পাঠিয়েছি
উড়ো খামে ভরে
উৎপীড়নের সীমা ভেঙ্গে হয়তো পৌঁছে যাবে
বেলা শেষে দীঘির ঘাটে
শীতল জলে শান্ত হতে।
নিতান্তই খেলাচ্ছলে
জানতে বড়ো ইচ্ছে করে
অন্তর জ্বালার দহন গিলে
তুমিও কী আসবে
বেলা শেষে দীঘির ঘাটে
নীল পাড়ের শাড়ীর দেহে
মিষ্টি প্রেমের ঝর্না ধারায়
শরীর ভিজিয়ে নিতে!


রচনাকাল
২৮.০৪.২০২০