পৃথিবী আজ ভালো নেই!
প্রতিটি শহর মুমূর্ষু কিংবা লাইফ সাপোর্টে
হাসপাতালে তিল ধরণের ঠাঁই নেই
আইসিইউ বেড কোথাও খালি নেই
দ্রুপদী আওয়াজ তুলে মৃত্যু দূত কেড়ে নিচ্ছে অজস্র প্রাণ
চারিদিকে লাশ আর লাশ
প্রতিটি শহরে লাশের স্তুপ
মৃত্যু থেমে নেই, মৃত্যু দু তের বিশ্রামও নেই
দোর্দণ্ড প্রতাপে চষে বেড়াচ্ছে শহর গুলো
লাশের উপত্যকা বানাবার দায়িত্ব যে তার!
শহরের রাস্তা আর জনপদের অলি গলিতে
এম্বুলেন্সের সাইরেন জানান দিচ্ছে
যাচ্ছি হাসপাতালে অক্সিজেন স্বল্প তায় ভোগা মুমূর্ষু কাউকে নিয়ে
ফিরবো হয়তো কারো মৃত দেহ নিয়ে, গন্তব্য গোরস্থান বা শ্মশানঘাট
সে লাশ তোমাদের কারো বাবার বা মায়ের, ভাই বা বোনের
প্রিয়তমা স্ত্রী বা সন্তানের, দাদার বা দাদীর, শশুর বা শাশুড়ীর
নিকট কোন আত্মীয় বা প্রতিবেশীর, সহকর্মী বা বন্ধু বান্ধবীর!
লাশও ভীষণ লজ্জিত
জানাজা বা দাফন কিংবা সব যাত্রায়
স্বজন দের কেউ নেই!
ভাবছে হায়রে নিয়তি!
কেউ এলোনা কাছে
খাটিয়া ধর লোনা, আতর চন্দন গোলাপ মেখে দিলোনা, শেষ বারের মত মুখ দর্শন করতেও এলোনা
একমুঠো মাটি কবরে ফেলার সাহস স্বজনের হলোনা!
মৃত আত্মা বলে উঠে
ওরে আমার সন্তান কিংবা বাবা, ভাই কিংবা শালা, বন্ধু কিংবা নিকটাত্মীয়, প্রতিবেশী বা সহকর্মী বা বন্ধুরা
আমি তো চলে এলাম না ফেরার দেশে, তোরা ভালো থাকিস, নিরাপদে থাকিস ইহ কালে
করোনার সংক্রমন থেকে মুক্ত রাখিস নিজেদের
আর একটি আরজি করে গেলাম তোদের
প্রতি নামাজের শেষে আমার আত্মার শান্তি কামনা করিস। অন্তঃত এই অনুরোধ টুকু রাখিস।
পৃথিবী বৃহৎ শক্তি গুলি অসহায়ের মত
দেখছে বিশাল লাশের বহর
জ্ঞান বিজ্ঞান গবেষণা সব হেরে গেছে মরনঘাতী করোনার কাছে
সবাই অসহায় তার তাণ্ডব ও বীভৎসতা দেখে
কী দারুন তার প্যাটার্ন, ক্ষণে ক্ষণে বদল করে রং, গতির ধরণ, অবস্থান
নিত্য নতুন রূপে দেখি তার উলম্ফন।
তার দমন পীড়ন রুখে দিয়েছে রাজপথ মুখী জনস্রোত
স্থবির করে দিয়েছে অর্থনীতি
কর্ম হীন হয়েছে অজস্র মানুষ
স্বজন থেকে স্ব জনকে করেছে বিচ্ছিন্ন
গৃহবন্ধী করে রেখেছে কোটি কোটি মানুষ
ভয়, আতংকে
মেনে নিয়েছে স্বঘোষিত কারা বাস
জনপদ থেকে জনপদ বিচ্ছিন্ন।
লোকালয় থেকে লোকালয় নিস্তব্দ
রাজপথ নীরব নিথর
দুশ্চিন্তায় কারো চোখে ঘুম নেই
সংকটে নিপতিত মানুষের জীবন
কতদিন চলবে এই অবস্থা!
থেকে যাচ্ছে অজানা আশংকা
অনাগত ভবিষ্যৎ কী কেউ বলতে পারে না।
দানব করোনা বদলে দিলো জীবনযাত্রার চিরাচরিত অভ্যাস
হাত ধোয়া, মাক্স পরা, স্বাস্থ্য বিধি অনুসরণ
সামাজিক দূরত্ব মানা-কত নতুন বিধি মালা যুক্ত করে দিলো সামাজিক নিয়মে।
WHO বলছে বাঁচতে হলে নাকি চলতে হবে ওসব নিয়মে।
মেনে চলি তবুও ভালো নেই কেন আমরা!
ভালো নেই ইউরোপ, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এশিয়া
তার জাতিগোষ্ঠীরা
ওরে করোনা তুই ফিরে যা, থেমে যা, বন্ধ কর তোর তাণ্ডবলীলা
ভালো হয়ে উঠুক আবার পৃথিবী
সবাই মেনে চলি স্বাস্থ্য বিধি
নিজে নিরাপদে থাকি অন্য কেও নিরাপদে রাখি
নিশ্চয়ই একদিন পৃথিবী ভালো হয়ে উঠবে
জেগে উঠবে লোকালয়।


রচনাকাল
২২.০৪.২১