টিকেট কেটে
ট্রেনে উঠলাম
ভালোবাসার ট্রেন
স্বচ্ছ যাত্রা
কোথাও থামেনি
সরাসরি ঠেকলো গিয়ে
তার সদর দরজায়
প্রথম দেখা, প্রথম কথা
যুগল চোখে ছিল
ভীরু লাজুকতা
কথাগুলো জড়সড়
বেশ এলোমেলো
আমিও প্রথম
ছিলাম অভিজ্ঞতাহীন
ধৈর্য বেশ অসীম
মৌন তা সীমাহীন
হাতের আঙ্গুল সাদা
মুখ যেন এক টুকরা চাঁদ
অসংখ্য মায়ায় ভরা
মাঝে মাঝে মিষ্টি হাসির ঝিলিক
অপরুপ চাহনিতে হৃদয়ে বেঁধেছে কাটা
আমি কুপোকাত
মনে মনে ভাবি
মায়ের পছন্দ
দেখতে বেশ অপূর্ব
যেন সদ্য স্বর্গ থেকে নেমে আসা
এক ডানাকাটা পরী
জানার চেষ্টা করেছি
কেমন বুঝলেন আমায়
কি পেলেন আপনার ভাবনায়
উত্তর 'এখন কী বলা যায়'
এক ঘণ্টার আলাপচারিতায়
শুনেছি ঐ একটি বাক্য
যতবার ভাবি
খিল খিল করে হাসি
যখন দু'জন একান্তে বসে
প্রথম দেখার গল্পতে মাতি।


রচনাকাল
১৫.০১.২১