ঠিক করেছি
তোমার মনের জানালার পাশে গড়বো বাড়ী
সবেমাত্র বায়না করেছি জমি
আরো কিছু টাকা জোগাড় হলেই
পূর্ণাঙ্গ জমির মালিক বনে যাবো আমি।
কথাগুলো একটুও বানিয়ে বলছি না
বড্ড বাড়া বাড়িও করছি না
বিশ্বাস হচ্ছে না? স্বস্তির শ্বাস নাও
তলিয়ে যাও নিবিড় প্রেমে
আবেগ নিশ্চয়ই বলে
শুনো, একলা থাকা যায় না
প্রতিটি মন অজান্তেই সম্পর্ক গড়ে, বিশ্বাস প্রদীপ জ্বালে
আমি জেদ ধরিনি, বিশ্বাস করো হারতে শিখিনি
ভরসার স্থান বিনির্মাণের কাজে হাত দিয়েছি
ব্যক্তিত্ব ভরা শরীরটাকে তোমার মুখোমুখি দাঁড় করিয়েছি এই ভেবে
ছলনার জলীয়বাষ্পে শরীর ভেজাতে আর ভালো লাগে না।
ভিশন তৈরী করে ফেলেছি; বলতে পারো এ আমার মনের সুপ্ত বাসনা
অজানা অচেনা এক মানুষ তোমার বাড়ির রাস্তা ধরে অন্দরমহলে প্রবেশ করে
তোমার হাত ছুঁয়ে দিবে
কপালে বসন্তের আবীর মেখে
আমার রেখে দেয়া সব স্মৃতি মুছে দিবে
আমার অপেক্ষা গুলো উপেক্ষার বার্তা নিয়ে হাঁটবে জীবনের পথে
আবেগ গুলো সঙ্গীবিহীন হয়ে আমায় বিরহের অভিবাদন জানাবে
এসবের কিছুই হতে দিব না আমি
আমার কাছে ভালোবাসার মানে তুমি।


রচনাকাল
০৯.০৩.২১